Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Rescue sprit
Details
১৯/১২/২০২২ খ্রিঃ তারিখ রাত  ১০.০০ ঘটিকায় সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ভোলা কর্তৃক গঠিত রেইডিং  টীম পরিদর্শক জনাব মোঃ জয়নুল আবেদীন এর নেত্বত্বে ভোলা সদর মডেল থানাধীন খলিফা পট্টি মসজিদ মার্কেট প্রগতি হোমিও ফার্মেসি এবং ভোলা পৌরসভার কিচেন  মার্কেট কাঁচা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৭৩৫ (সাতশত পয়ত্রিশ) বোতল  রেক্টিফাইড স্প্রিরিট প্রতি বোতলে ৩০ মিলিলিটার করে মোট ২২.০৫০ লিটার ৬০(ষাট) ছোট কাটূনে ভর্তি অবৈধ স্প্রিরিট উদ্ধার ও জব্দ করেন।   উল্লিখিত ২ টি ঘটনারস্থল হতে ২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।  দীর্ঘদিন যাবত আসামীদ্বয়  পরস্পরের যোগসাজশে অবৈধ রেক্টিফাইড স্প্রীরিটের ব্যবসা করে অাসছে।
আসামীদ্বয় 
১। মোঃ ইউছুফ(৫৫) গ্রেফতার
পিতা- মোঃ ইয়াসিন, জামিরাতলা ৬ নম্বর ওয়ার্ড,
 ভোলা সদর, পৌরসভা, ভোলা।
২। তপন চন্দ্র সেন(৫৫) গ্রেফতার
পিতা-মৃত হরেন্দ্র চন্দ্র সেন,  কালিখোলা ৫ নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, সদর, ভোলা।
এ বিষয়ে পরিদর্শক জনাব মোঃ জয়নুল আবেদীন ও উপপরিদর্শক জনাব মোঃ শফিক উল ইসলাম মিয়াদ্বয় বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় পৃথক পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন৷ ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়  নিয়মিত মামলা দায়ের করেন।
#অভিযান_চলছে_চলবে
Attachments
Image
Publish Date
29/12/2022
Archieve Date
19/12/2022