Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Action plan
Details

 


==========================================
০৮/০২/২০২৩ ইং সকাল ১১.৩০  ঘটিকার উপজেলা প্রশাসন তজুমদ্দিন  ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,ভোলা কর্তৃক আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার রোপকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য  সমন্বিত কর্ম পরিকল্পনা (কম্প্রিহেনসিভ অ্যাকশন প্ল্যান) ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জনাব মোঃ মোশারফ হোসেন দুলাল মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিন  জনাব মহিউদ্দিন পোদ্দার চাঁদপুর ইউনিয়ন পরিষদ তজুমদ্দিন, চেয়ারম্যান জনাব এ কে এম শহিদুল্লাহ, চাঁদপুর ইউনিয়ন পরিষদ ও জনাব মাকসুদুর রহমান মুরাদ অফিসার ইনচার্জ তজুমদ্দিন থানা। 
উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন এবং দিক নির্দেশনামূলক মতামত ব্যক্ত করেন জনাব মোঃ জাকির হোসেন প্রভাষক সরকারি কলেজ, বীর মুক্তিযোদ্ধা জনাব তৈয়ব উদ্দীন সাবেক মেম্বার চাঁদপুর ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ নুরুন্নবী সহকারী শিক্ষক, তজুমদ্দিন সরকারি হাই স্কুল, জনাব মোঃ রফিক শাদী সাবেক প্রেসার সভাপতি তজুমদ্দিন। প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহজাহান মেম্বর ৩ নম্বর প্রভাষনিয়ন পরিষদ সহকারী শিক্ষক হাই স্কুল জনাব মোঃ রফিক শাদি সাবেক প্রেস ক্লাব সভাপতি, তজুমদ্দিন উপজেলা সকল চেয়ারম্যান মহোদয় এবং ডঃ মোঃ আরিফুল ইসলাম খান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার তজুমদ্দিন।
 অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলম মহোদয়। 
অনুষ্ঠানের সভাপতি তো করেন  তজুমদ্দিন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব  মরিয়ম বেগম মহোদয়। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নাসরুল্লাহ ইমাম উপজেলা পরিষদ জামে মসজিদ উপজেলা ও জনাব ভিদু ভূষণ রায় প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক বিদ্যালয় তজুমদ্দিন ভোলা।অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী মানুষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,  কাউন্সিলর, সাংবাদিক, মসজিদের ইমাম,পুরোহিত সহ সর্বস্তরে সুশীল সমাজসহ অনেকে উপস্থিত ছিলেন।


Attachments
Publish Date
08/02/2023
Archieve Date
09/02/2023