Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Arrested a criminal with eaba tablet
Details
====================================
৫/১১/২০২২ খ্রিঃ তারিখ সকাল ৮.০০ ঘটিকায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ভোলা কর্তৃক আয়োজিত  সহকারী কমিশনার ভুমি ও  বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে গঠিত রেইডিং  টীম ভোলা সদর মডেল থানাধীন উকিল পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  ২ জন মাদক সেবনকারীকে ২৭৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীদ্বয় প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম করাদন্ড ও ২০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
আসামীদ্বয় হলো
১।মোঃ ইউছুফ(৪০)
পিতা মৃত মফিজ মিয়া, সাং উকিলপাড়া 
৭নম্বর ওয়ার্ড ভোলা
২।  মোঃ উজ্জল (২৪)
পিতা- মোঃ জসিম উকিলপাড়া
 ৭ নাম্বার ওয়ার্ড ভোলা সদর ভোলা। 
অপর দিকে রাত ৮.০০ ঘটিকার সময় দৌলতখান থানাধীন দৌলতখান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সালামত মেম্বারের বাড়ি আসামী মোঃ মিজানুর রহমান টুলু(৩৮)  নিজ দখলীয়  বসত ঘর ও দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান  কোচর হতে হলিউড নামীয়  সিগারেটের প্যাকেটের ভিতর কালো  রঙ্গের পলিথিনে  মোড়ানো ১০(দশ) পিস ইয়াবা  উদ্ধার ও জব্দ করা হয়। 
এ বিষয়ে পরিদর্শক জনাব মোঃ জয়নাল আবদীন বাদী হয়ে  দৌলতখান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Attachments
Publish Date
06/11/2022
Archieve Date
06/11/2022