Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০/১০/২০২২ ইং তারিখ ভোলা সদর মডেল থানাধীন নবিপুর গ্রামস্থ 9 নং ওয়ার্ড ধনিয়া ইউপি এলাকা হতে ২৩৫(দুইশত পঁয়ত্রিশ) পিস ইয়াবা উদ্ধার সহ ১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১ জন পলাতক।
বিস্তারিত

২১/১০/২০২২ খ্রিঃ তারিখ সকাল ৮.০০ ঘটিকায় সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলম মহোদয়ের নেতৃত্বে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ভোলা কর্তৃক গঠিত রেইডিং  টীম ভোলা সদর মডেল থানাধীন নবিপুর গ্রামস্থ ৯ নং ওয়ার্ড ধনিয়া ইউপি, ভোলা সদর এলাকায়  গোলাম সারোয়ার মিয়ার বাড়িতে  মাদকবিরোধী  অভিযান পরিচালনা করে  ২৩৫ পিস ইয়াবা ও মাদকবিক্রির টাকা ৫৬,৫০০/- টাকা উদ্ধার ও জব্দ করা হয়।  মাদকবিক্রির দায়ে ১(এক) জনকে গ্রেফতার করা হয়েছে।  অন্য জন রেইডিং টীমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।  অাসামীদ্বয় পরস্পর স্বামী স্ত্রী। দীর্ঘদিন যাবত তারা স্বামী-স্ত্রী  পরস্পরের যোগসাজশে অবৈধ ইয়াবা ব্যবসা করছে।
১। লাইজু বেগম(৪০) গ্রেফতার,স্বামি- মোঃ মফিজুল ইসলাম,সাং -নবীপুর ৯নং ওয়ার্ড, ধনিয়া ইউপি  ভোলা সদর,ভোলা।২। মোঃ মফিজুল ইসলাম (৪৩)পলাতক,পিতা- মোঃ গোলাম সারোয়ার,সর্বসাং- ঐ
এ বিষয়ে সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
 মামলা নম্বর-৫৮, তারিখ- ২১/১০/২০২২।অভিযান শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা মুলক বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলম,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলা, মহোদয়। 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/10/2022
আর্কাইভ তারিখ
20/10/2022