====================================
০৭/০২/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৮.৩০ হতে ১৯.৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ভোলা কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক জনাব এ কেএম দিদারুল আলম মহোদয়ের নেতৃত্বে গঠিত রেইডিং টীম তজুমদ্দিন থানাধীন শশীগঞ্জ উত্তর বাজার এবং দক্ষিণ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০+১৬= ১১৬(একশত ষোল) লিটার ডিনেচাড স্প্রিরিট সহ ২জন আসামি গ্রেপ্তার করা হয় ও ১জন পলাতক । আসামি
১। মোঃ কবির (৪৪) গ্রেফতার
পিতা মোঃ শাহ আলম কিয়ামুল্লা ৯ নম্বর ওয়ার্ড
থানা-তজিমুদ্দিন জেলা ভোলা।
২। মোঃ লোকমান হাওলাদার(৪৯) পলাতক
পিতা মৃত ও অজিউল্লা সাং নয়ানী,
থানা- লালমোহন, ভোলা
,A/P- শসীগঞ্জ দক্ষিণ বাজারস্থ মোস্তাফিজুর রহমানের ভাড়াটিয়া, থানা- তজুমদ্দিন, জেলা -ভোলার দোকান হতে ১০০ লিটার অবৈধ ডিনেচার্ড স্প্রিরিট উদ্ধার এবং জব্দ করা হয়।
অপর একটি অভিযানে শশীগঞ্জ উত্তর বাজার হতে সাঈদ হার্ডওয়ার দোকান হতে ১৬ লিটার ডিনেচার্ড স্প্রিটসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
৩। মোঃ আব্দুল হালিম (৩৮) গ্রেফতার
পিতা আব্দুল মতিন সাং-শশীগঞ্জ উত্তর বাজার, ৪ নম্বর ওয়ার্ড, থানা -তজুমদ্দিন, জেলা ভোলা।
এ বিষয়ে সহকারি পরিচালক জনাব এ কেএম দিদারুল আলম মহাদয় ও উপ পরিদর্শক জনাব মোঃ শফিকুর রহমান মিয়া বাদী হয়ে পৃথক পৃথকভাবে তজুমদ্দিন থানায় দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা অজু করা হয়।